Monday, November 1, 2010

ঈদের নাটক নিয়ে তারকারা

ঈদের নাটক নিয়ে তারকারা

এবারের ঈদে বিটিভি সহ ৮টি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আয়োজন করেছে কমপক্ষে ৫ দিনের এক বর্ণাঢ্য এক আয়োজন। কারো কারো আয়োজন ৭ দিনের। টেলিফিল্ম, নাটক, গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সহ থাকবে নানা ধরনের মজার সব অনুষ্ঠান।

বরাবরের মতো এবারের ঈদেরও প্রধান আকর্ষণ নাটক। এবারের ঈদের নাটকগুলোতে অনেক বেশি বৈচিত্র্য থাকবে বলে আশা করছেন টেলিভিশন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বিচিত্র লোকেশনের ব্যবহার নাটকগুলোকে দর্শকের কাছে প্রিয় করে তুলবে বলে ধারণা করেছেন। ঈদের নাটক নিয়ে তারকাদের সঙ্গে কথা বলে লিখেছেন মীর সামী।

সুমাইয়া শিমু

Sumaiya_Simu14অভিনয়ের দিক থেকে এবারের ঈদটা আমার একেবারে পানসে যাবে। দেশের বাইরে নাটকের শুটিং থাকার জন্য, এবারে খুব বেশি ঈদের নাটকে অভিনয় করতে পারিনি। প্রায় মাস খানেক লন্ডনে থাকার জন্য। সিরিয়াল বা মেগার কাজগুলো জমে গিয়েছিল। সেই দিকে মনোযোগ দেবার কারণে ঈদের বেশি নাটকে অভিনয় করা হয়ে ওঠেনি। তবে বাইরে যাবার আগে আমি বেশ কিছু একক নাটকে অভিনয় করেছি। সেগুলো এবারের ঈদে প্রচারিত হবে কিনা তা বলতে পারবো না।

 জাহিদ হাসান

jahid_hassan.JPGঈদে আমাদের সংস্কৃতি অঙ্গনে লাগে প্রানের ছোয়া। এই দিনগুলোতে টেলিভিশন চ্যানেলগুলো সাজে নানা ধরনের সাজে। নানা ঢঙে। এই ধারা যখন বিটিভি ছিল তখন থেকেই আজ পর্যন্ত বর্তমান। সময় বদলে গেছে বেড়ে গেছে চ্যানেলের সংখ্যা। এবং তার সাথে পাল্লা দিয়ে বেড়ে উঠেছে শিল্পীদের নামের তালিকা। একটা সময় শিল্পী বলতে হাতে গোনা কয়েকজন ছিল। আর এখন সারি সারি নাম।

এবারের ঈদের জন্য আমার পরিচালনায় দুটি নাটক প্রচারিত হবে। ‘সোলাইমানি কলস’ ও ‘স্বপ্ন’। এই দুটি নাটক রচনা করেছেন আলি ইমরান। এছাড়া বেশকিছু পরিচালকের একক নাটকে অভিনয় করেছি। তার মধ্যে কোনটা ঈদে প্রচারিত হবে তা এখনো জানিনা। টেলিভিশন সূচী দেখে বলতে পারবো।
অপি করিম
OpiKarim07.jpgবিগত বছরগুলোর মতো এবার ঈদে অনেক নাটকে অভিনয় করতে চাইনি। সর্বাধিক নাটকের অভিনেত্রী- এ কথা বলে কেউ বাহবা দিক এটাও আমি চাইনি।

এবারের ঈদে ভালো কিছু নাটকে অভিনয় করার চেষ্টা করেছি। এবারের ঈদে বিভিন্ন চ্যানেলে আমার ৭টি নাটক প্রচারিত হবে। নাটকগুলো হল- ‘শেষ দুই দিন’, এই নাটকে আমার বিপরীতে অভিনয় করেছেন গায়ক পার্থ বড়ুয়া। ‘বিপরীতে আমি’ তে আমার নায়ক হিল্লোল। ‘সাইকো’, ‘অনেকদিন পর’ এ আমার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। ‘ভালোবাসার হলুদ ব্যাধি’ তে ইন্তেখাব দিনার, ‘হাওয়াই মিঠাই’তে মোশাররফ করিম, এবং সারপ্রইজ-এ আফজাল হোসেন। আমি আশা করছি এবারের আমার অভিনীত নাটকগুলো দর্শকের অনেক ভালো লাগবে।
মাহফুজ আহমেদ
Mahfuj006.jpgঈদের উৎসবের জন্য এবার আমি দুটি নাটক পরিচালনা করলাম। নাটকগুলো হল ‘শেষের কবিতা কার কবিতা’ এই নাটকটি রচনা করেছেন আনিসুল হক। দ্বিতীয়টি ‘বাহাদুর ভান্ডারি’। এটি রচনা করেছেন বৃন্দাবন দাস। এই দুটি নাটকের মধ্যে আমি একটি নাটকে অভিনয় করেছি। এছাড়া অন্যের পরিচালনায় আমি অনেকগুলো নাটকে অভিনয় করেছি।

হুমায়ূন আহমেদের রচনা ও ‘লেখকের মৃত্যু’ নাটকটিতে আমার বিপরীতে অভিনয় করেছেন শাওন। অসাধারণ গল্পের এই নাটকে অভিনয় করে আমার অনেক ভাল লেগেছে। চয়নিকা চৌধুরীর ‘আবেগ’ এ আমার বিপরীতে অভিনয় করেছেন রিচি এবং তারিন। শামিমা শাম্মির ‘রক্তদ্রোণ’ এ অভিনয় করেছেন সুবর্ণা মুস্তফা। এছাড়াও আছে আশুতোষ সুজনের ‘একজন ফুলজান’, আশরাফী মিঠুর পরিচালনায় ‘ফেসবুক’।

ঈদে টেলিফিল্ম দর্শক অনেক বেশি পছন্দ করে। সেই চিন্তা থেকে আমি এবারের একটি টেলিফিল্মে অভিনয় করেছি। মাসুদ হাসান উজ্জলের রচনা ও পরিচালনায় ‘কালো বরফ জমাট অন্ধকার’। এখানে আমার বিপরীতে অভিনয় করেছেন রিচি সোলায়মান।

রিচি সোলায়মানRichi01আমাদের দেশে ঈদ বিনোদনের একটা বড় অংশ জুড়ে থাকে টেলিভিশন নাটক। তাই প্রতিবছর নাট্যকার এবং পরিচালকেরা চেষ্টা করেন অনেক ভালো ভালো নাটক নির্মাণ করার। আর আমাদের দর্শকেরা অনেক আগ্রহ নিয়ে দেখেন এই ঈদের নাটক। আর সেজন্য আমি এবারে আমার অভিনয়কে কিভাবে আরো প্রাণবন্ত করা যায় সেটা নিয়ে অনেক ভেবে নাটকে অভিনয় করতে রাজি হয়েছি।

এবারের ঈদের জন্য নির্মিত অনেকগুলো নাটকের শুটিং শেষ করেছি। নাটকগুলোর মধ্যে অন্যতম হল ‘খোয়াবনামা’। এখানে আমার বিপরীতে অভিনয় করেছেন জাহিদ হাসান। এছাড়াও আছে আনিসুল হকের রচনা এবং মেজবাউর রহমান সুমনের পরিচালনায় ‘সুমনের একদিন’, আল মামুনের রচনা ও পারভেজ আমিনের পরিচালনায় নাটক ‘এক যে ছিল রাজকন্যা’, ফজলুর রহমানের স্মৃতির চোখ’।

তারিন 

আমি বেশি কাজের পক্ষপাতি নই কোন সময়ই। এবারেও আমার অভিনীত নাটক প্রচার হবে তিন থেকে চারটি। ঈদের জন্য যে নাটকগুরোতে আমি অভিনয় করেছি সে নাটকগুলো হলো- অনিমেষ আইচের রচনায় ‘হিপোক্রেট’, লিপি মনোয়ারের রচনায় ‘বোধদয়’। শেষের নাটকটিতে আমাকে দেখা যাবে একজন প্রতিবাদী নারীর চরিত্রে। ফারিয়া হোসেন রচিত একটি নাটক ছাড়াও রয়েছে আমার নাম চুড়ান্ত না হওয়া একটি নাটক।

নাটক প্রসঙ্গে তিনি বলেন ঈদ মানেই তো একটা উৎসব। আর তাই আমি প্রতি বছরের ঈদের জন্য নাটক নির্বাচনের জন্য অনেক বেশি সাবধানতা অবলম্বন করি।

আনিসুর রহমান মিলনMilonAnisurRahman15.jpgএবারে ঈদে আমি অনেক বেশি নাটকে অভিনয় করছি। আসলে এতো নাটকে আমি অভিনয় করতে চাইনি। কিন্তু প্রত্যেকটি নাটকের গল্প এবং চরিত্র আমাকে অভিনয় করতে বাধ্য করেছে। নাটকগুলো হচ্ছে, নাজনীন চুমকি রচিত ‘নীলের প্রেম প্রীতি’ নাটকটির পরিচালনা করেছেন মাসুদ মহিউদ্দীন। এই নাটকে আমার বিপরীতে অভিনয় করেছেন অপি করিম। জুয়েল মাহমুদের রচনা ও নরেশ ভুইয়ার পরিচালনায় মানসিক দ্বন্দ্ব নিয়ে তৈরি নাটক ‘দহন বিলাস’। ইনসান ইমনের রচনা ও পরিচালনায় ‘সাইকো’ একটি সিরিয়াল কিলারের ঘটনা নিয়ে নির্মিত নাটক। শিবু কুমার শীলের রচনা ও মেজবাউর বহমান সুমনের পরিচালনায় ‘অনেকদিন পর’ নাটকের গল্পটি এমন- একটি বেবিটেক্সিতে উঠে ছিনতাই করে একটি যুবক। তবে নামার সময় তার হাত টেনে ধরে এক নারী। এই নারিটি ছিল যুবকটির পূর্বপরিচিত। তারপর কাহিনী মোড় নেয় ভিন্ন দিকে। এই তিনটি নাটকেও আমার বিপরীতে অভিনয় করেছেন অপি করিম। শাহরুখ শহীদের রচনা ও এস এ হক অলিকের পরিচালনায় ‘নন্দিনী এবং একটি অসমাপ্ত গল্প’। একটি মেয়েকে কেন্দ্র করে নাটকটি। এখানে আমার বিপরীতে অভিনয় করেছেন চিত্র নায়িকা পূর্ণিমা। ড. সেলিম আলদীনের বচনা ও গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় নটক ‘পৃথক’, আকরাম খানের রচনা ও পরিচালনায় নাটক ‘ফেরারি পাখি’, সুমন্ত আসলামের রচনা এবং তাহের শিপনের পরিচালনায় ‘হ্যালো হৃদিতা আছে’, বেলাল আহমেদের রচনা এবং হিমু আকরামের পরিচালনায় ‘উপকুল এক্সপ্রেস’ ছাড়াও মিরণ মহিউদ্দিনের রচনা ও মাসুদ মহিউদ্দিনের পরিচালনায় ‘লাল পিপড়ার কামড়’।
 
তিশা
tishaFlowerএবারের ঈদে প্রচারের জন্য আমি ৯টি নাটকে অভিনয় করেছি। এই ৯টি নাটকের মধ্যে৭টি নাটকের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আর দুটি নাটকের শুটিং কিছু বাকি আছে যা অচিরেই শেষ হবে। আমি এবারে যেসব নাটকে অভিনয় করেছি বেশির ভাগ নাটকের নাম এখনো চূড়ান্ত হয়নি। কৌশিক শংকর দাসের ‘ম্যাটার অব লাভ’ এ আমার বিপরীতে অভিনয় করেছেন সজল। এই নাটক ছাড়াও আমি আরো দুটি নাটকে সজলের সাথে অভিনয় করেছি। সেগুলো হল ‘কুলসুম ও বোকা মফিজের গল্প’ এবং নজরুল ইসলামের ‘ইয়াহু’। নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘লেট নাইট শো’। এখানে আমার সাথে অভিনয় করেছেন নীরব, ইমন। এছাড়া মোরশেদুল ইসলাম, অরণ্য আনোয়ারের নাম চুড়ান্ত না হওয়া একটি নাটকে অভিনয় করেছি।

No comments:

Post a Comment